মাগুরা সংবাদদাতা
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্র জনতা।
মঙ্গলবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি মিছিল বের হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষনের ও হত্যা চেষ্টা মামলার তদন্ত এবং দ্রত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। দেশের সকল ধর্ষকের বিচার কার্য শেষ করতে হবে সেই সাথে বিচারহীনতায় অপসংস্কৃতি বন্ধ করে বিচার বিভাগে পরিবর্তন এনে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করতে হবে।