# শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১
#জড়িতদের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ
বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ছাত্রদলের নেতাসহ চার আসামিমে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলী আদালতে সোপর্দ করা হয়। আসামিদের সাতদিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। আদালত রিমাণ্ড শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করে আসামিদের কারাগারে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক রোখসানা খাতুন।
আসামিরা হলেন, গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জ্বল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)। এদের মধ্যে বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক।
জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটে। ৯৯৯ এ ফোন পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার এবং মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে আটক করে। রাতে ভিকটিম ওই তরুণী চার আসামির নামে মামলা করেন। এ ঘটনায় জড়িত ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১
যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে মা’কে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ সদস্যরা। আটক হাসান উপশহর শফিউল্লার মোড় এলাকার বাসিন্দা। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আহতের ভাই জানিয়েছেন, তাদের প্রতিবেশি হাসান আলী (১৮) রাত সাড়ে ১১ টার দিকে মোবাইলে চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়। তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা। আহত ওই নারীর পিতা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশি হাসান এ কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। দুই ঘণ্টার মধ্যেই মণিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দু’জন জড়িত রয়েছে।
এদিকে, ঝিকরগাছায় তরুণীকে গণধর্ষণ ও সদরে ধর্ষণ চেষ্টার অভিযোগে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তারা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই, খুন, ধর্ষণ, নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/বিচার করো করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে/প্রশাসন কী করে?’স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশের আশায় এদেশের ছাত্রসমাজ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। আন্দোলনে বিজয় অর্জন করলেও আমরা দেখলাম সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু, গৃহবধূসহ কোনো নারীই রেহায় পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে। এমন বাংলাদেশ দেখার জন্যতো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি-বলেছেন বক্তারা। বক্তারা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল-মামুন লিখন, ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা প্রমুখ বক্তব্য রাখেন।