বাংলার ভোর প্রতিবেদক
ভোকেশনাল ও পলিটেকনিক শিক্ষার্থীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির প্রতিবাদে যশোর পলিটেকনিক ইন্সটিটিউিটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ঘণ্টাব্যাপি চলা এই বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি করেন, চার বছর ডিপ্লোমা শেষ করার পর তারা চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের একই গ্রেড দেয়া হলে তা অন্যায় হবে। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা হাইকোর্টের আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভের নেতৃত্ব দেন, যশোর পলিটেকনিকের শিক্ষার্থী তানভীর আহমেদ রুমেল। এ সময় আরও উপস্থিত ছিলেন, জুবায়ের বিন জামান, সাহেদ আহমেদ, ইনামুল হোসেন, ফারহাদ ইকবলসহ শতাধিক শিক্ষার্থী।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম