বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, আগে মানুষ জানত না কৃষি বিপণন বিভাগের কাজ কি। এখন সবাই জানে। বাজারে বিকল্প ব্যবস্থা থাকলে সিণ্ডিকেট থাকবে না। কৃষি বিপণন বিভাগ এই বিকল্পের ব্যবস্থা করে। আমাদের স্থানীয় পণ্যের উৎপাদন ও নায্যমূল্য নিশ্চিত করতে হবে। কৃষকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্থ না হয়। প্রত্যেক প্রজেক্টের আউট প্লান থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম প্রমুখ।
সভায় পণ্য পরিবহন সরবরাহ সুবিধা নিশ্চিত করা, মূল্য তালিকা প্রদর্শন করা, কৃত্রিম সংকট তৈরি রোধে পচনশীল পণ্য স্বল্পমেয়াদি সংরক্ষণ করা, কৃষি বিপণন আইন অনুসারে লাইসেন্স প্রদানসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয়।