বাংলার খেলা প্রতিবেদক
যশোর নগর বিএনপির আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে এক নম্বর ওয়ার্ড। শনিবার বিকেলে যশোর সরকারি সিটি কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে দুই নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে বিজয়ীদের দলের পক্ষে সুজন জয়সূচক একমাত্র গোলটি করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু প্রমুখ।
আজ রোববার বেলা চারটায় যশোর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে ৩ এবং ৮ নম্বর ওয়ার্ডের মধ্যকার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।