বাংলার ভোর প্রতিবেদক
মেডিকেল টেকনোলজিস্ট ব্যতিত অদক্ষ জনবল দিয়ে ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধের দাবিতে যশোরের সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) যশোর জেলা শাখার প্রতিনিধি দল সোমবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে এ চিঠি হস্তান্তর করেন।
এমটিএফ জেলা সভাপতি মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, যশোর শহরে ও বিভিন্ন উপজেলা পর্যায়ের ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট ব্যতিত অদক্ষ জনবল টেকনিশিয়ান এমনকি ওয়ার্ড বয় দিয়ে ব্লাড কালেকশন, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দক্ষ এবং প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে রোগ নির্ণয় করার বাধ্যবাধকতা আছে। জনগণের মৌলিক চাহিদার মত গুরুত্বপূর্ণ এই চিকিৎসা সেবা একদল অদক্ষ টেকনিশিয়ান ও ওয়ার্ড বয় দিয়ে ল্যাবরেটরি কার্যক্রম পরিচালিত হওয়ার কারণে সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং ভুল ডায়াগনোসিসের শিকার হয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে।
যশোর জেলার ডায়াগনস্টিকগুলোতে শুধুমাত্র দক্ষ প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টদের দিয়ে ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলো পরিচালনা করে রোগ নির্ণয়ে নির্ভুল ডায়াগনোসিসে সহায়তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সিভিল সার্জনকে অনুরোধ করা হয় চিঠিতে।