মাগুরা সংবাদদাতা
দেশজুড়ে আলোড়ন তোলা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় মামলার সকল আসামিদের পরীক্ষা করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, বৃহস্পতিবার সকালেই অভিযুক্তদের কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শোনানো হয়। এরপর বিচারক আসামিদের বক্তব্য জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং কোনো কাগজপত্র বা সাফাই সাক্ষী উপস্থাপন করবেন না বলে জানান।
আদালত আগামী ১২ মে, সোমবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেছেন। পিপি মনিরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “সাক্ষ্য ও প্রমাণাদির ভিত্তিতে আদালত আসামীদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশু আছিয়া নির্মম ধর্ষণের শিকার হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ সারাদেশের আপামর মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আছিয়ার জন্য ন্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জনমত। তারা চরম ক্ষোভ, প্রতিবাদ এবং মানববন্ধন করে দোষীদের বিচার দাবি করেন।