বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় শিক্ষিকার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মারধর ও ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ওই শিক্ষিকা বাঘারপাড়ায় যাওয়ার পথে ধলগা রাস্তা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তার প্রাক্তন স্বামী ফিরাজুল ইসলাম। তাকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে মারধর ও ধর্ষণ চেষ্টা করে। অভিযুক্ত ফিরাজুল ইসলাম বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত মেজবাউল রহমানের ছেলে।
ভুক্তভোগীর অভিযোগ, তাকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জোরপূর্বক আটকে রাখা হয়। এরপর ফিরাজুল তাকে মারধর করে তার সঙ্গে থাকা আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তাকে ধর্ষণের চেষ্টা করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তার খালাতো ভাই তৌহিদ তাকে উদ্ধার করে রাত ১১টা ৪৫ মিনিটে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।