মণিরামপুর সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশে দেশের চলমান পরিস্থিতিকে নেতিবাচক ইঙ্গিত দিয়ে আইনশৃংখলার বর্তমান পরিস্থিতিকে দায়ী করে কড়া হুশিয়ারি দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে পৌরশহরের মণিরামপুর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
যুব বিভাগ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কর্মপরিষদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর শাখার উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা জামায়াত সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রভাষক মনিরুল ইসলাম, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা মহিউল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হাফেজ হাদিউজ্জামান, হাফেজ নাজমুল হুসাইন, ফাহিম শাহরিয়ার, মো. আশিকুজ্জামান, মো. সাজ্জাদ হোসেন, অহেদুজ্জামান চঞ্চল, আল-আমিন, মনিরুজ্জামান, মাওলানা রবিউল ইসলাম, ইমদাদুল ইসলাম, আশরাফ ইয়াছিন, আবু সালেহ মো. ওবায়দুল্লাহ, ডা. শরিফুল ইসলাম, মাওলানা সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক আহসান হাবিব লিটন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা লিয়াকত আলী প্রমুখ।
আলোচনা শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য ইসলামী সংগীত শিল্পী অ্যাড. রোকনউজ্জামানসহ অন্যান্য শিল্পীরা। এছাড়া নাটক “এক মুঠো ভাত” মঞ্চস্থ হয়।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী