বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিটিএ)-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কালেক্টরেট সভাকক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। যাত্রী ও পণ্যবাহী মোটরযানের জন্য যথাক্রমে ২০ এবং ২৫ বছরের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) নির্ধারণের সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জোর দিয়ে বলেন, ২০ বছরের বেশি পুরোনো যাত্রীবাহী যান এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাকগুলো আর রাস্তায় চলাচল করতে পারবে না। তিনি সংশ্লিষ্ট পরিবহন মালিকদের পুরোনো যানগুলোর পরিবর্তে নতুন পরিবহন কিনে রাস্তায় নামানো অথবা সেগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করার নির্দেশ দেন। অন্যথায়, এই ধরনের পরিবহন আটক করা হবে বলে তিনি সতর্ক করেন।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) নাসিম খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এসএম ওয়াজেদ হোসেন, আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া এবং যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু প্রমুখ।