ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় প্রেম নিবেদনের সাড়া না পেয়ে প্রতিশোধের লক্ষ্যে এসিড নিক্ষেপে একই পরিবারের শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গদখালী গ্রামের জামাত হোসেনের ছেলে ইয়ানূর (৮), মেয়ে রিপা খাতুন (২৬) এবং স্ত্রী রাহেলা খাতুন (৪৮)।
জানা গেছে,মঠবাড়ি গ্রামের (ফজলুর বাড়ির কাজের লোক) জসিম উদ্দীন গদখালী গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা খাতুনকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল।
রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এসিডে শিশু ইয়ানূর গুরুতর আহত হলেও রিপা ও রাহেলা খাতুন সামান্য আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করেন।
রাত সাড়ে ১০ টায় রিপার সাথে যোগাযোগ করা হলে তিনি এসিড নিক্ষেপের কথা বিষয়টি জানান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ রাত সাড়ে ১০ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।