ঝিকরগাছা সংবাদদাতা
কবরস্থানের গাছ কাটার পর এবর কলেজের পুকুরে নিজ ইচ্ছায় মাছ ছেড়ে দখলের চেষ্টা চালাচ্ছেন ঝিকরগাছা পৌর বিএনপির বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন।
জানা গেছে, যশোরের ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুকুরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাছ ছেড়েছেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন। কলেজ অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করবেন না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার রাতে (১৬ জুলাই) সরকারি শহীদ মশিউর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন এক প্রশ্নের জবাবে জানান, মোবারকপুর গ্রামের এমরান রেজা খোকন (পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক) আমাকে না জানিয়ে পুকুরে মাছ ছেড়েছেন। মাছ ছাড়ার বিষয়ে খোকনের কাছে জানতে চাইলে আমাকে (অধ্যক্ষ) বলেন – মাছ আমি এমনি ছেড়েছি, আপনারা মাছ ধরে খাবেন। অধ্যক্ষ আরো বলেন-উপজেলা বিএনপির দুই একজন নেতা বিষয়টি জানেন।
প্রসঙ্গত পৌর বিএনপি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন এক মাস আগে একটি কবরস্থান থেকে জোরপূর্বক গাছ কেটেছিলেন। এবার ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুকুরের মাছ ছেড়ে দখলের চেষ্টা করছেন। ৫ আগস্টের পূর্ব পর্যন্ত এমরান রেজা খোকন আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন।
কবরস্থানের গাছ কাটার ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে মৌখিকভাবে জানানো হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এরপর সরকারি কলেজের পুকুর দখলের চেষ্টায় ঝিকরগাছা পৌরবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।