মাগুরা সংবাদদাতা
মাগুরায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলার ১০ জন জুলাই শহিদদের স্মরণে ১০টি বৃক্ষরোপণ করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বরে এ বৃক্ষরোপণ করা হয়।
জেলা প্রশাসক অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা গাচের চারা রোপণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুল হক, জুলাই আগস্টে শহিদ পরিবারের সদস্যরাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।