বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমীন আক্তার (৩৫) নামে এক তরুণী নিহত হয়েছেন।
পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী জানান, তিনি শ্বশুর বাড়ির পাশেই জনৈক সাহারুল ইসলামের বাসায় ভাড়া থাকেন।
সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন। আজ সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সাথে তার ঝগড়া হয়।
একপর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র বের কর আনেন এবং শারমিনের গলায় কোপ দেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, শারমিনের গলায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্ত খোকন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।