বেনাপোল সংবাদদাতা
পাসপোর্ট ভিসায় ভারতে যাওয়ার সময় বাগেরহাট সদর থানার সাবেক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনির (৫৫) বেনাপোলে ইমিগ্রেশনে আটক হয়েছেন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনলাইনে তার ডাটাবেজ যাচাইয়ের সময় বাগেরহাট সদর মডেল থানায় তার নামে মামলা আছে জনতে পারে। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায় মনির হোসেন ভারতে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডাটাবেজ যাচাই করে তার নামে বাগেরহাট সদর থানায় মামলা আছে বলে তথ্য পায়।
যার মামলা নং-২১/৩০৫ তারিখ-২২/১০/২০২৪। ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩০৭/৩৮৬/৫০৬ (২) পেনাল কোড ১১৪।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইলিয়াছ হোসাইন মুন্সি জানান, ভারতে গমনকালে প্রতিটি যাত্রীর তথ্য অনলাইনে যাচাই বাছাই করে দেখা হয়। মনির হোসেনের পাসপোর্ট তেমনি যাচাইবাছাইয়ে সময় তার নামে মামলা পাওয়া যায়। তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন একজন যাত্রী ইমিগ্রেশন পুলিশ আটক করে থানায় দিয়েছেন। তার নামে যেহেতু বাগেরহাট থানায় মামলা রয়েছে তাকে ওই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।