সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় মরা গরু পাচারের সময় ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাবিল হোসেন তামিম শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে এ আদেশ তেনন।
আটকরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের বাসিন্দা কসাই নাসিরউদ্দিন (৩০) ও একই উপজেলার কাঁঠালতলা গ্রামের বাসিন্দা ট্রাক চালক করিমুল ইসলাম (২৭)।
জানা গেছে, অভিযুক্তরা শনিবার গভীর রাতে সাতক্ষীরা আবাদের হাট এলাকা হতে মরা গরু নিয়ে লাবসা বাইপাস দিয়ে খুলনায় যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের ইটাগাছা ক্যাম্পে নিয়ে আসে।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের দণ্ডিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা চরম অন্যায় করেছে। মরা গরুর মাংস মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছে। তারা অপরাধ স্বীকার করেছে। এই জন্য তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে।