বাংলার ভোর প্রতিবেদক
সাবেক স্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুন নাহার কণা।
আসামি রবিউল ইসলাম যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী নারীর মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৮ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দেনমোহর নির্ধারিত হয় সাড়ে তিন লাখ টাকা। বিয়ের আগে রবিউল ১০ লাখ টাকা যৌতুক দাবি করলেও পরে তা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তিনি আবার যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। ভুক্তভোগী নারীর পরিবার বাধ্য হয়ে নিজেদের জমিতে সাড়ে চার লাখ টাকা খরচ করে একটি নেট কারখানা করে দেয়। এরপর আরো সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করে ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন রবিউল। টাকা না পেয়ে ২০২৪ সালের ১৫ নভেম্বর ওই নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।এরপর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আফসানা যশোরের একটি আদালতে মামলা করেন। মামলার পর ক্ষিপ্ত হয়ে রবিউল ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। আদালতের নজরে আসার পর বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুন নাহার কণা বলেন, ‘জামিনের শর্ত অনুযায়ী মীমাংসা না করে রবিউল উল্টো স্ত্রীকে তালাক দেন এবং আদালতে পাল্টা দুটি মামলা করেন। পাশাপাশি ফেসবুকে ছবি-ভিডিও ছড়ানোর হুমকি অব্যাহত রাখেন। আজ (বৃহস্পতিবার) জামিন আবেদন করলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’