বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চাঁচড়া ইউনিয়নের বাগেরহাট এলাকায় ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের মামলায় দুই যুবককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার চাঁচড়া তেঁতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও রাব্বি হোসেন। তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল।
মামলা সূত্রে জানা যায়, বাগেরহাট গ্রামে আসলামের ইটভাটায় প্রায় ৪-৫ মাস ধরে ওই নারী কাজ করছেন। ভাটা সংলগ্ন একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাক শ্রমিক। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। গত ২৫ এপ্রিল ভোর রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে জাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় রাব্বি হোসেন সহযোগিতা করেন। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলার তদন্তে উঠে আসে, আকরাম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরেই ওই নারীকে ক্ষতি করার চেষ্টা করছিলেন। তারই জেরে আগে থেকে ওঁত পেতে থাকেন আকরাম। একপর্যায়ে ওই নারীকে পেয়ে ধর্ষণ করে।
এ কাজে সহযোগিতা করে রাব্বি। পরে পুলিশ দুইজনকেই আটক করে। আটকের পর তারা এ ঘটনার কথা স্বীকারও করেন।