বাংলার ভোর প্রতিবেদক
দলের যেকোন পর্যায়ের নেতার বিরুদ্ধে অভিযোগ পেলেই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেছেন, দলের নীতি আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী এবং মানুষের সেন্টিমেন্টের বাইরে যায়, এমন ন্যুনতম কিছু করলেই তার বিরুদ্ধে সাথে সাথে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যা আগেও নেয়া হয়েছে, আগামীতেও নেয়া হবে।
শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
রাজিব আহসান আরও বলেন, স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন যার সাথে অপকর্ম কিংবা নৈতিক অপরাধ, মানুষের অধিকার হরণ করার বিষয়টি কোনভাবেই যায় না। আমাদের সাংগঠনিক অভিভাবক বেগম জিয়া ও তারেক রহমান সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের আস্থা অর্জন করেছেন আমাদের সকলকে সেটি ধরে রাখতে হবে। তারা দলের নীতি এবং আদর্শের ক্ষেত্রে অনঢ়। তাই নিজের কারণে দলের যেন কোন ক্ষতি না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ এবং সর্তক অবস্থা রাখতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ইমামুল হাসান, সদস্য সাইদুজ্জামান লাল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।