বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে বাজারে অভিযান চালিয়েছে। অভিযানকালে ইলিশ ও পেঁয়াজের বাজার মনিটরিং এবং একটি জর্দা ফ্যাক্টরিতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে পেঁয়াজের বাজার ও ইলিশ মাছের বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এ সময় পেঁয়াজ ও ইলিশ মাছ ব্যবসায়ীদেরকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোরভাবে সতর্ক করা হয়। একইসাথে রশিদ ছাড়া কেউ কোন প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সকল আড়তদারকে আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কৃষি বিপণন অধিদপ্তরে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হয়।
এদিকে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার যশোরের বকচর এলাকায় মা জর্দা কেমিক্যাল ওয়ার্কসে (জর্দা ফ্যাক্টরি) তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ (পণ্যের মোড়ক ব্যবহার না করা, ট্রেড লাইসেন্স না থাকা, পরিবেশের ছাড়পত্র না থাকা, বিভিন্ন ধরণের কেমিক্যাল ব্যবহার) ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।