বাংলার ভোর প্রতিবেদক
যশোর যুব উন্নয়ন অধিদপ্তরে ‘বহুপাক্ষিক অংশিদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের হল রুমে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, র্যালি, রচনা প্রতিযোগিতা, উদ্যোক্তাদের ক্রেস্ট, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং যুবকদের নিয়ে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক মিয়া।
আলোচনা সভা শেষে ১০ জনের মাঝে যুব ঋণের ১১ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সফল উদ্যোক্তা, আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে ক্রেস্ট ও রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, দিবসটি পালন উপলক্ষে ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) যশোরের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সহযোগিতায় যুব সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। বিকেলে কর্মসূচির অংশ হিসেবে দড়াটানা মোড়, ভৈরব চত্বর ও কালেক্টরেট চত্বরে দুর্নীতিবিরোধী ও সুশাসনবিষয়ক বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে যুবকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।
অনুষ্ঠানে ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক লাকী রাণী কাপুড়িয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সনাক যশোরের সভাপাতি অধ্যক্ষ পাভেল চৌধুরী।
উপস্থিত ছিলেন, সনাক সদস্য শাহিন ইকবাল ও মামুনুর রশিদ। যুব দিবসের ধারণাপত্র পাঠ করেন তানিয়া আক্তার মিলি। বক্তব্য রাখেন সনাক সদস্য শাহিন ইকবাল ও ইয়েস সদস্য সুমা সরকার।
বক্তারা বাংলাদেশের যুবকদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ন্যায্যতা প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেন এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে যুবকদের প্রত্যাশা পূরণের দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আবদুল হালিম।