মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরা জেলা মহিলা দলের আয়োজনে বর্নাঢ্য র্যালি বের করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের চৌরঙ্গীর মোড়, কলেজ রোড হয়ে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী উমবিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক বিউটি আক্তার প্রমুখ। জেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জাতীয়তাবাদী মহিলা দল।