শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপকূলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সদস্যরা।
বুধবার সকাল সাড়ে নয়টায় উপজলো নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করে জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি। সবুজ সংহতির সদস্যরা জানান যে, শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পূর্ণ কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমের চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আছে। প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ থাকে না।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সবুজ সংহতির পৌর কমিটর সভাপতি প্রাত্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহ সভাপতি শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আফজালুল হক, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, সহ সভাপতি দেলোয়ারা বেগম, আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম, কৃষক রাহুল প্রমুখ।