বাঘারপাড়া সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জনগণ ‘কেমন সংসদ সদস্য চাই’ শীর্যক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের এনবিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল যশোর-৪ আসনের বিএনপির মনোনোয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী সোহাগ।
এ সময় তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি। কোনো চাঁদাবাজ, ঋণ খেলাপী, ভূমি দখলকারী বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, টাকা মেরে খাওয়া সংসদ সদস্য জনগণ চায়না। এ সময় তিনি আরো বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় জনগণের মতামত নিয়ে এ আসন পরিচালনা করবো। উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা টুটুল মোল্যা, হালিম গাজী, আবু খায়ের, আব্দুল খালেকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।