বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক সমকাল এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের যশোর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় যশোর কালেক্টরেট স্কুল।
জেলা পর্যায়ের এই আসরের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ফাইনাল রাউণ্ডে বিজয়ী যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ইফফাত জামান রায়া। দলটির অপর দুই বিতার্কিক হলেন র্যাইয়ান তাসনিম অপ্সরা ও অয়ন্তিকা দে দেবলীনা।
রানারআপ দলের বিতার্কিকরা হলেন সিনথিয়া জামান ফাল্গুনি (দলনেতা), লুবাবা বিনতে জাহেদী ও রায়েকা জান্নাত রিতি।
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সকাল ৯টায় সমকাল সুহৃদ সমাবেশ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর নেতৃত্বে দলগত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুকান্ত দাস, বয়োজিদ মাহমুদ অভি, জামানসহ বিচারকবৃন্দ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বাকি প্রতিষ্ঠানগুলো হলো যশোর জিলা স্কুল, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা বিদ্যালয়, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, শাহিন স্কুল অ্যাণ্ড কলেজ এবং যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
দিনব্যাপি উৎসবের বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সায়েদা বানু শিল্পী, সাইফুল আলম সজল, হাবিবুর রহমান মিলন, আলমগীর কবীর, তাসনিমুল আলম, অপি, বায়েজিদ মাহমুদ অভি, সুকান্ত দাস।