বাংলার ভোর প্রতিবেদক
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে যশোরে ‘দ্বন্দ্ব সংবেদনশীলতা ও দ্বন্দ্ব রূপান্তর রিফ্রেশার’ বিষয়ক চার দিনব্যাপি (১৪-১৭ সেপ্টেম্বর) এক কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে যশোর সদরের রামনগরে আরআরএফ টার্কে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচি পরিচালক কাউসার আলম মুন্সী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব যশোর জেলা শাখার সভাপতি ও সুসমাজ ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক এনএনএম মুজিবুদ্দৌলা সরদার কনক। স্বাগত বক্তব্য রাখেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি ও আফনান-এর পরিচালক শাহজাহান নান্নু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এডাব যশোর জেলা শাখার সদস্য সচিব ও ল্যাম্ফ-এর নির্বাহী পরিচালক আহসান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডাব-এর মনিটরিং কর্মকর্তা সমাপিকা হালদার।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, বাংলাদেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান প্রশংসনীয়। তিনি বলেন, বর্তমানে ‘দ্বন্দ্ব সংবেদনশীলতা ও দ্বন্দ্ব রূপান্তর’ বিষয়ক কর্মশালা আয়োজন খুবই সময়োপযোগী। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান এই অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন মালেহা ফাউণ্ডেশনের টিম লিডার দ্বীপজ্জ্বল ক্ষিরশা এবং সহযোগী সদস্য উত্তরা ত্রিপুরা ও বাবুল চাকমা।
এই কর্মশালায় খুলনা বিভাগের সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও খুলনা জেলার ২৫টি এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এডাব-এর কর্মসূচি কর্মকর্তা তাহমিনা বাশার নাজনীন এবং খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে যশোর জেলায় কর্মরত দীপশিখা সংস্থার প্রয়াত প্রকাশ চন্দ্র ধর-এর আকস্মিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।