অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া বাজারে সোমবার বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মেহেদি হাসান মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর মৎস্যজীবী দলের আহবায়ক এস,এম মনিরুজ্জামান শামিম।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ইসমাইল হোসেন টেনিয়া। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারুক মোল্যা, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলী, সাধারণ সম্পাদক অবেদ আলী সরদার, সাংগঠনিক আবু কালামসহ অভয়নগর থানা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।