শরণখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মসূচির অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত।
সভায় থানার চাইল্ড হেল্প ডেক্সের সেবার মান উন্নয়ন লক্ষ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সরকারের দেয়া মনিটরিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করার নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশনের মাধ্যমে নাগরিক কণ্ঠস্বর এবং জনসেবা প্রদানের উন্নতির জন্য সংলাপ এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ পরিচালিত হচ্ছে।
উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সমর হালদারের উপস্থাপনায় ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার ক্যারল সুশ্রীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ, শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর চিন্ময় মন্ডল এ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর মিরা খাতুন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।