শরণখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলা উপজেলা বহু-পক্ষীয় (মাল্টিস্টোক হোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক গঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের এরিয়া ব্যবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় এবং বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সভাপতি দুলাল ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন বাদল, জিয়া মজিদ, গিয়াস উদ্দিন, সাগর আক্তার, সহ-সভাপতি তুহিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সরোয়ার হোসেন, কোষাধক্ষ্য আল মামুন হাওলাদার প্রমুখ। সভায় প্রকৃত মৎস্যজীবীদের নিয়ে তিনটি সমবায় সমিতি গঠনসহ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যে সকল প্রকৃত মৎস্যজীবী এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি তাদের তালিকা প্রনয়ন এবং কর্মসূচীর আওতায় আনার সিদ্ধান্তসহ একটি দ্বি-মাসিক কর্ম পরিকল্পনা প্রনয়ন করা হয়।
সভায় খোন্তাকাটা ইউনিয়নে লাল মিয়া খলিফা, রায়েন্দা ইউনিয়নে লিটন মল্লিক এবং সাউথখালী ইউনিয়নে আল মামুন হাওলাদারকে কমিটির প্রতিনিধি মনোনীত করা হয়। এছাড়া আগামী ১৩ অক্টোবর মা ইলিশ সংরক্ষণে অবরোধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।