তালা ও সাতক্ষীরা সংবাদদাতা
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। দেশের জনগণ ভোট দিতে জানে, ভোটের অধিকার কী তা জানে। তাই আর দিনে ভোট, রাতে গণনার নামে প্রহসন হবে না। এবার আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালের নির্বাচনে আমি নিজে প্রার্থী ছিলাম। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে দেখলাম আমার ভোট আগেই দিয়ে দেয়া হয়েছে। জনগণকে বঞ্চিত করে সেই সুযোগ আর দেয়া হবে না।”
বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারীদের ঘর থেকে বাইরে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বুঝতে পেরেছিলেন সমাজে নারী ও পুরুষের সমানতালে চলতে হবে। তাই বিএনপি প্রতিষ্ঠারর পাশপাশি মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তারই সফলতা হিসাবে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে দেশে ছিলেন গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-০১ তালা কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা বিএনপির সম্মানিত সদস্য ও তালা উপজেলার সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা,সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া।
তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান ও শেখ মোস্তফা হোসেন মন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, বিএনপি নেতা ও চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আবদুল মালেক, অধ্যাপক রবিউল ইসলাম, রাশিদুল হক রাজু, ডা. মামুনুর রহমান খান, কৃষকনেতা আলী হোসেন, সেচ্ছাসেবক দলনেতা গাজী আল মুহিদ, শ্রমিক দলনেতা সামারুল ইসলাম মিলন, মৎস্যজীবী দলনেতা আরিফুর রহমান, যুবনেতা কামরুজ্জামান মোড়ল, ছাত্রদলের রিজভী আহমেদ, আবির হোসেন, আব্দুস সালাম, উপজেলা ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, ইমরান গোলদার, খান আল মাহবুব হুসাইন প্রমুখ।