বাংলার ভোর প্রতিবেদক
মার্কিন সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া এবং সাম্রাজ্যবাদের কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বৃহস্পতিবার বিকেলে শহরের নীল রতন ধর সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়।
সংগঠনের জেলা সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য জিল্লুর রহমান ভিটুসহ প্রমুখ নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সেনারা চট্টগ্রামে এসে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, অথচ সরকার প্রধান বা সেনাবাহিনী প্রধান এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তারা বলেন, বর্তমান সরকার মার্কিন পরাশক্তির সহায়তায় ক্ষমতায় এসেছে। সরকার একের পর এক গোপন চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর এবং করিডোর বিদেশি শক্তির কাছে হস্তান্তর করার যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা দেশের জন্য চরম বিশ্বাসঘাতকতা।
বক্তারা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাই আমেরিকা আমাদের পুরোনো শত্রু। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার এই চক্রান্তের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, ক্ষমতায় আসার লোভে জামায়াতে ইসলামী এবং বিএনপিও মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে অবস্থান নিয়েছে। দেশের জনগণ কোনোভাবেই এমন দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেবে না। বিপ্লবী কমিউনিস্ট লীগ দেশের মানুষের সঙ্গে নিয়ে এই সরকারের সকল দেশবিরোধী পদক্ষেপ রুখে দেবে।