বুধবার যশোর শহরের মাইকপট্টি বায়তুস সালাম জামে মসজিদের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপবিভাগীয় প্রকৌশলী-১ এর এসডিই তরিকুল ইসলাম।
সভায় ৪১ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটিতে কার্যকরী সহসভাপতি মনোনীত হয়েছেন ডা. আবুল কালাম আজাদ লিটু, সহসভাপতি-২ এএম জামাল উদ্দীন বিলু ও সহসভাপতি-৩ মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন ফিরোজ কবীর।
সহসাধারণ সম্পাদক-১ মনোনীত হন সৈয়দ শাহাজাহান আলী খোকন ও সহসাধারণ সম্পাদক-২ মুন্সি ইলিয়াস হোসেন। কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন জিএম মাহবুব আলম এবং দপ্তর সম্পাদক পদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে আবু সাআদ শাওনকে মনোনীত করা হয়।
উপদেষ্টা মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, ডা. মিনহাজুর রহমান, তরফদার রজিবুল হুসাইন, মুজিবর রহমান ও সাইদুর রহমান।
সভায় ৩৫ জন সদস্যের মধ্যে ২৮জন ভোটাধিকার প্রয়োগ করেন।-প্রেস বিজ্ঞপ্তি