বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার সকালে শহরের দড়াটানা, হাসপাতাল এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ-এর নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান নয়ন, মেহেদি হাসান ও আবু বক্কর।
অভিযানে দড়াটানা এলাকার ভৈরব হোটেল ও নিউ ভৈরব হোটেলের সামনে বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। এছাড়াও, হাসপাতাল মোড়ের আলী রেজা রাজু সড়কের ফুটপাত দখল করে রাখা দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা সব অস্থায়ী দোকানও পুরোপুরি উচ্ছেদ করা হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, শহরের যানজট কমাতে ৫০টিরও বেশি ছোট-বড় অবৈধ দোকান অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং যানজট নিরসনের জন্য এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।