বাংলার ভোর প্রতিবেদক
অভয়নগরের দুর্গাপুর গ্রামের সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী ইনাম গাজী হত্যা চেষ্টা মামলায় বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান জনিকে শোন-অ্যারেস্টের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার অভিযোগে জানা গেছে, নওয়াপাড়া বিএনপির সাবেক নেতা জনি ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন দলের লোকজনসহ স্থানীয় ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করায় ইনাম গাজীর সঙ্গে জনির লোকজনের বিরোধ সৃষ্টি হয়। গত ৫ মার্চ বিকেলে ইনাম গাজী নওয়াপাড়া কাঁচাবাজারে গেলে জনির লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ইনাম গাজীকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় ইনাম গাজী ৯ মার্চ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। আসামিরা হলেন, সাইফুল, রিপন, কবির, পাপ্পু, মানু, রুহুল, তপু, তারিক, লিখন, সম্রাট, ইউসুফ, কামরুল, রুবেল, সুমন, ফাইম ও আদাস। মামলায় আসাদুজ্জামানকে হুকুমের আসামি করা হয়। আসাদুজ্জামান জনি অভয়নগর থানার একটি চাঁদাবাজি, অপহরণ ও মারপিট মামলায় যশোর কারাগারে আটক আছেন। গত ২০ সেপ্টেম্বর ইনাম গাজী হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আসাদুজ্জামান জনি এ ঘটনায় জড়িত মর্মে আদালতে শোন-অ্যারেস্টের আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন।