অভয়নগর সংবাদদাতা
অভয়নগরে ‘যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারা রাত গণনা শেষে শনিবার সকাল ১০ টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারাজী মতিয়ার রহমান ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে রবিউল হোসেন (রবি) ৪৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর প্রার্থী রফিকুজ্জান টুলু পেয়েছেন ১২৮২ ভোট। সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান মোল্যা ২১৬৯ ভোটে বিজয়ী হয়েছেন। অপর দুই প্রার্থী রাজু আহম্মেদ ২০২৬ ভোট এবং আবুল কালাম আযাদ পেয়েছেন ১৬৮০ ভোট। এছাড়া, কার্যকরী সভাপতি আমিন মোল্যা ৩৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান পেয়েছেন ২৪০৩ ভোট। সহসভাপতির সাত পদে এইচ এম মহাসিন ৩৭৩৫ ভোট, বাকিউজ্জামান রানা ৩০১১ ভোট, মাহমুদ কবীর ২৯৪৫ ভোট, আবুল কাশেম ২৮২১ ভোট, বিল্লাল হাওলাদার ২৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অন্য প্রার্থী আক্তারুজ্জামান লিটন ২০৩২ ভোট ও হারুন উর রশিদ পেয়েছেন ১৯২৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে ফারুক শেখ ২৭১২ ভোট ও রুহুল আমিন পাটেয়ারী ২৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি মোতাহার পেয়েছেন ২৫৪২ ভোট। সহ-সাধারণ সম্পাদকের আট পদে আসাদুল ইসলাম লিটন, ২৯৮৫ ভোট, নূর শেখ ২৪৮৮ ভোট, মিজানুর রহমান ২৭০৩ ভোট, সোহরাব গাজী ২৫৫৯ ভোট, সম্রাট হোসেন বাবু ২৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে বাবুল শেখ পেয়েছেন ১৭২৫ ভোট, বদিউজ্জামাল ২৩৭৫ ভোট, সামসুর রহমান (বাবলা) পেয়েছেন ১৯৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মানিক হোসেন, সহ- সাংগঠনিক পদে আব্দুর রশিদ মনা ও কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আকোন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইন বিষয়ক সম্পাদক পদে আব্দুল্লাহ আল হাকিম ৪০০৮ ভোটে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি ইকরাম হোসেন পেয়েছেন ১৫০৭ ভোট। প্রচার সম্পাদক বাদশা সরদার, দপ্তর সম্পাদক রেজাউল হোসেন রানা ও শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক লিটন মোল্যা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক সিরাজুল ইসলাম ৩২১২ ভোট পেয়ে বিজয়ী। তার প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম পেয়েছেন ২২৮০ ভোট। লাইন সম্পাদক বাবু শেখ ৩২১২ ভোটে বিজয়ী। অপর দুই প্রার্থী মামুনুর রহমান ২৬৩৪ ভোট ও রবিউল ইসলাম ২১৪৬ ভোট। কার্যনির্বাহী সদস্য আশরাফ গাজী ২২৩৬ ভোট, আরিফুল ইসলাম ১৯৪৯ ভোট, কামাল হোসেন মিলন ১৮৯১ ভোট, বাবুল ইসরাম ১৮৪৮ ভোট, মাহবুব হোসেন মোল্যা ১৮৬৭ ভোট,মনির শিকদার ২০৩৪ ভোট, মোহাম্মাদ মজুমদার ১৮৭০ ভোট, রেজাউল শেখ ২০২৪ ভোট, সুমন রশিদ খান ১৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর পদে আবুল কারাম ১৫৫৯, আনোয়ার হোসেন ১০৫৭, জালাল খন্দকার ১৩০৬, ফারুক হোসেন সিঠু ১৩৭৩, ফিরোজ হোসেন ১২৪০, বাচ্চু মোল্যা ১৪২৩, মনিরুল ইসলাম ১৪৭৬, রবিউল ইসরাম ১২২৬, রিজাউল ব্যাপারি ১৩৬৯, রেজাউল হাওলাদার ১৫১৫, রুবেল হোসেন ১০৯৩, শরিফুল ইসলাম ১৩১৪, শরিফুল ইসলাম সাগর ১৬৯১ ও শহিদুল ইসরাম পেয়েছেন ১০০৩ ভোট।
এবারের নির্বাচনে ৩৫টি পদের জন্য ৬২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ৬ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ২৯ পদের বিপরীতে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৮ হাজার ১৯৯ জন ভোটারের মাঝে ৬ হাজার ১৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।