শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রোববার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৭০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। উপজেলা প্রশাসন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল জানান, গতবছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে। এবার নতুন ৬টি মণ্ডপ যোগ হয়ে মোট ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রণী খাতুন শনিবার বিকালে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যাসহ অন্যান্য কর্মকর্তা।
ইউএনও রণী খাতুন বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে।
৭০টি মণ্ডপে লাইটিং, সজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভক্তদের আকর্ষণ সৃষ্টি করা হয়েছে।
দক্ষিণ বড় কুপট মণ্ডপের সভাপতি শিবু প্রসাদ বৈদ্য জানান, এবার ২১ ফুট উচ্চতায় বিশ্বরূপ দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে।