বাংলার ভোর প্রতিবেদক
সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই যশোর শহরের একটি গুরুত্বপূর্ণ পুকুর উন্নয়নের অজুহাতে ভরাট করার প্রতিবাদে সোচ্চার হয়েছে পৌর নাগরিক কমিটি, যশোর। মঙ্গলবার দুপুর ১২টায় কমিটির পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, যশোর-এর উপ-পরিচালক এমদাদুল হক-এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পুকুর ভরাট বন্ধের দাবিতে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যশোর শহরের ৯নং ওয়ার্ডের পিয়ারি মোহন রোডের সাদেক দারোগার মোড়ে আইটি পার্ক সংলগ্ন সরকারি পুকুরটি গোপনে ভরাট করা হচ্ছে। পৌর নাগরিক কমিটির দাবি, এই জলাধারটি ওই এলাকার একমাত্র পুকুর, যার পানি স্থানীয় মানুষজন দৈনন্দিন নিত্যকাজে ব্যবহার করে। এছাড়াও, পুকুরটি বৃষ্টির পানি ধারণ করে এলাকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পৌর নাগরিক কমিটি উদ্বেগ প্রকাশ করে জানায়, এই পুকুরটি ভরাট হলে স্থানীয় জনজীবন ও পরিবেশ-প্রতিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে। কমিটি অভিযোগ করে, এই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের জনমত যাচাই করা হয়নি এবং কাজটি করা হয়েছে গোপনে গোপনে। পুকুর পাড়ের গাছ কাটা ও মাটি ভরাট করা শুরু হলে বিষয়টি জানাজানি হয় এবং এতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, আমরা অবশ্যই উন্নয়ন চাই, কিন্তু তা পরিবেশ-প্রতিবেশের উপর আঘাত হানে এমন ঘটনা ঘটতে দেওয়া সঠিক নয়।
তারা অবিলম্বে সরকারি নীতিমালা ভঙ্গ করে শুরু হওয়া ভরাটের কাজ বন্ধ করার দাবি জানান।
স্মারকলিপি প্রদানের সময় পৌর নাগরিক কমিটি, যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহিন ইকবাল, তসলিম উর রহমান, আবু হাসান, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, তরিকুল ইসলাম, শহীদ আহমেদ প্রমুখ।#