অভয়নগর সংবাদদাতা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নওয়াপাড়া কালিবাড়ি পূজা মন্ডপ পরিদর্শনসহ অন্যান্য পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মন্ডপের নিরাপত্তা ও অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা আছে কি না এ ব্যাপারে খোঁজ খবর নেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন বিনষ্টকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইগত ব্যবস্থা নেয়ারও নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস, জেলা ছাত্র-যুব পূজা পরিষদের সাধারণ সম্পাদক রোহিত রায়,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।