বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে যশোর সদর উপজেলায় তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সভা হয়।
সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এছাড়া, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় তৃণমূল জনপ্রতিনিধি এবং বিএনপির বিভিন্ন স্তরের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।