বাংলার ভোর প্রতিবেদক
গাজাগামী মানবিক ফ্লোটিলায় দখলদার ইসরাইলের হামলা ও বাধার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে ‘জুলাইকন্ঠ বাংলাদেশ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গ্লোবাল সামিট ফ্লোটিলায় মানবাধিকার ও সংবাদকর্মীরা গাজায় খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ইসরাইলি বাহিনী তাদের বাধা দেয়। বিশ্বের কোনো মুসলিম দেশ এই নৃশংসতার প্রতিবাদ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, ইসরাইল একটি আগ্রাসী রাষ্ট্র, যারা মানবতা ও ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। তারা গাজাকে ধ্বংস করে দখল করতে চায়। বক্তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানান, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা’র প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সংগঠক তসলিম-উর-রহমান, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক নুরুজ্জামান প্রমুখ। সমাবেশে থেকে নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে যেয়ে শেষ হয়।