বাংলার ভোর প্রতিবেদক
ধর্ম পরিবর্তনের কঠিন সিদ্ধান্তের জেরে পারিবারিক ও সামাজিক বঞ্চনার শিকার হওয়া শাহরিয়ার দীপু আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সুদূর ভেলোরের সিএমসি-তে জরুরি কিডনি অপারেশনের জন্য যখন তার পাঁচ লাখ টাকার প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে যশোর জেলা প্রশাসন, স্থানীয় সুধীজন ও জাগরণী চক্র ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু’র সম্মিলিত সহায়তায় তার চিকিৎসার পথ সুগম হলো।
ত্রিশ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ‘অপরাধে’ তার নিজের পরিবারÑভাই-বোনÑসবাই তাকে ত্যাগ করেছিলেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দীর্ঘকাল ধরে তিনি একাকী, নিরুপায় জীবনযাপন করছিলেন। কিন্তু ভাগ্য তার ওপর আরও কঠিন পরীক্ষা নিয়ে আসে। সম্প্রতি তিনি কিডনি রোগে আক্রান্ত হন, যার ফলস্বরূপ তার জীবন বাঁচাতে দ্রুত ভেলোরের সিএমসি-তে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে অপারেশন প্রয়োজন। যখন ভালোবাসার সব দরজা বন্ধ ছিল, তখন মানবতার দুয়ার খুলে দেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যিনি ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়ে প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জাগরণী চক্র ফাউণ্ডেশনসহ আরও অনেক হিতৈষীদের আর্থিক সহায়তার পরও চিকিৎসার ব্যয়ের ঘাটতি ছিল ২ লাখ ২০ হাজার টাকা। এই কঠিন সময়ে জাগরণী চক্র ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু সোমবার অবশিষ্ট ২ লাখ ২০ হাজার টাকা নগদ প্রদান করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সংস্থান নিশ্চিত করেন। এই বিশাল ও নিঃস্বার্থ অনুদান শাহরিয়ার দীপুর জীবন রক্ষার ক্ষেত্রে এক চূড়ান্ত ভরসা যোগাল।
প্রার্থনা করা হচ্ছে, চিকিৎসা শেষে শাহরিয়ার দীপু যেন তাঁর ঘরে হাসিমুখে ফিরে আসেন।