রেহানা ফেরদৌসী
দেশ বদলাতে চাই আমরা সবাই কিন্তু নিজেকে বদলাতে চাই না কেউ’ই! কিন্তু প্রথমে নিজেকে বদলে দিলে, দেশ এমনিতেই বদলে যাবে। দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে সবার আগে নিজেকেই এগিয়ে আসতে হবে। জাতি এবং দেশকে এগিয়ে নিতে হলে প্রথমে নিজেকে গড়ে তুলতে হবে দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে।
মনের মধ্যে হিংসা, ঘৃণা এবং বিদ্বেষ উদ্রেক করতে পারে এমন জিনিস এড়িয়ে চলতে হবে। ব্যক্তি আক্রমণকারী লোকদের এড়িয়ে চলতে হবে। নেতিবাচক ভাবনা মন থেকে বাদ দিতে হবে । যেসব সামাজিক মাধ্যম হতাশা বাড়ায় তা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে । প্রচুর পড়াশোনা করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিজের মানসিক যত্ন নিতে হবে।
মানুষের অভ্যাসই মূল চরিত্র কিংবা মৌলিকতা। অভ্যাস বদলে গেলে মানুষ বদলে যায় এটাই প্রকৃতির নিয়ম। বদলে যাওয়া একটি ঘটনার নাম মাত্র। মানুষ বদলায় নানান সময় নানান কারণে। ব্যক্তিত্ব আর মনুষত্ব হচ্ছে একজন ব্যক্তির প্রথম ও প্রধান আলোচনার বিষয় । আপনি/আমি নিজেকে বদলে দেবো নিজেদের জন্যই। নিজের ভালো এবং নিজের উন্নতির জন্যই। আমরা আমাদের জীবনের কথা ভেবে সব সময় ভালো কিছু করাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। বদ অভ্যাস হচ্ছে আমাদের জীবনের সবচাইতে খারাপ দিক। এই বদ অভ্যাস ত্যাগ করা হচ্ছে ইচ্ছার ব্যাপার। নিজেকে পরিবর্তনের জন্য এটি সবচাইতে বেশি জরুরি। পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব নয়। জীবনে ধৈর্যের সাথে পরিশ্রম অনেক বেশি গুরুত্ব বহন করে। যে কোনো কিছু পেতে হলে মনের জোর নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় । আগে কিংবা অন্যান্য খারাপ অবস্থায় ও ধৈর্য ধারণ করতে হয় । আমরা যদি নিয়মিত বই (ধর্মীয় গ্রন্থ এবং অন্যান্য বই) পড়ি, তাহলে আমাদের দুঃখ কমে যাবে এবং অনেক কিছু শিখতে সাহায্য করবে। জীবনে নতুনত্ব যোগ করা যাবে। নিজে বই পড়ি এবং অন্যকে পড়তে উৎসাহিত করি।
রাষ্ট্রের পরিবর্তন শুধু সরকারের উপর নির্ভর করে না, বরং ব্যক্তিগত উদ্যোগের উপরও অনেকাংশে নির্ভর করে। ব্যক্তিগত পরিবর্তন থেকেই সামাজিক পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। আমরা চাইলে যে কোন সময় থেকে নিজেকে বদলে ফেলা সম্ভব। যখন আমরা বুঝবো, আমরা যে অবস্থায় আছি এখান থেকে বার হতে গেলে নিজেকে বদলানো প্রয়োজন তখন অবশ্যই নিজেকে বদলে ফেলার চেষ্টা করবো। আর যদি নিজে কখনো না চাই , তাহলে বাইরে থেকে কেউ আমায় বদলে দিতে পারবে না। এটা নিজের উপরই নির্ভর করবে। সুখী জীবনের প্রথম শর্ত হচ্ছে , জীবনকে বুঝতে শেখা, অনুভব করা এবং নিজের ভেতরটাকে নতুন করে জানা।
দেশের সাফল্য কামনায় ব্রতো হতে হবে । আপনার যদি দেশপ্রেম থাকে তাহলে সেই সুন্দর চিন্তাভাবনা সকলের মধ্যে ছড়িয়ে দিন। আপনার সুন্দর একটি ভাবনার প্রকাশ হয়তো আমায় পরিবর্তনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে! সমাজে কিছু নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ আছে যারা এইসব কাজকর্মকে ভালো চোখে দেখে না। তারাই এসব করতে বাঁধা দেবে। তবুও কবিগুরুর সেই অমর বাণী মেনে চলতে হবে…
“যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চল রে।”
আপনি-আমি বদলে গেলেই বদলে যাবে দেশ। তাই নিজেকে দিয়েই হোক পরিবর্তনের সূচনা। নিজে বদলাই…দেশ এমনিতেই বদলে যাবে ।
সহ সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ,
পুলিশ নারী কল্যাণ সমিতি
(কেন্দ্রীয় পুনাক)