বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা থানার বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৯ যশোর ব্যাটালিয়ন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বিদেশি মদ, ভারতীয় কাজু বাদাম, শনপাপড়ি, আমুল দুধ, শাড়ি এবং কসমেটিক্স সামগ্রি। রোববার বিজিবির একটি টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জব্দ মালামালের বাজারদর আনুমানিক এক লাখ উণসত্তর হাজার আটশত নব্বই টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান অব্যহত রয়েছে। সে ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করতে সক্ষম হচ্ছে বিজিবি। বিজিবি এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।