বাংলার ভোর প্রতিবেদক
বাউল গান, আড্ডা ও কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে বিবর্তন যশোরের ৩৬ বছর পূর্তি উপলক্ষে তিনদিনের উৎসব সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যা থেকে শহরের কেশবলাল সড়কস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে “থিয়েটার আড্ডা “ শিরোনামে এই আড্ডা পরিণত হয় সাংস্কৃতিক কর্মী আর নেতৃবৃন্দের মিলন মেলা। বিবর্তনের নিবেদিত প্রাণ ছোট বড় সকলেই অন্যান্যদের সাথে নিয়েই মেতে ওঠে উৎসবে। জেলার জনপ্রিয় বাউল শিল্পী আব্দুল মজিদ আর পরিতোষসহ তাদের দলবল আড্ডায় অংশ নিয়ে গাইতে থাকে সঙ্গীত। এছাড়াও বিবর্তনের জনপ্রিয় সব নাটকের গানগুলো নাট্যশিল্পীরা পরিবেশন করেন।
সংগঠনটির সাবেক, বর্তমান নেতৃবৃন্দ প্রতিষ্ঠার ৩৬ বছর পরে এই উৎসবে তাদের অনুভূতিও ব্যক্ত করেন। হারুন অর রশিদ, জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, অ্যাড. মাহামুদ হাসান বুলু, দিপংকর দাস রতন, সঞ্জীব চক্রবর্তী, অ্যাড. বাসুদেব বিশ্বাস, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, আনোয়ারুল করীম সোহেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন আড্ডায়। বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, বর্তমান সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনিসহ নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানান। আড্ডার মাঝে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক।