বাংলার ভোর প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকালে প্রেস ক্লাব যশোরের সামনে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যশোরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘শিক্ষকদের নায্য দাবিতে হামলা এটা সভ্য সমাজের কাজ হতে পারে না। জাতি গড়ার কারিগরদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও লজ্জাজনক। শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও, দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের রুটিরুজির জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।
দুঃখজনক যে আমাদের শিক্ষকেরা যতবারই তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছেন, ততবারই পুলিশ দিয়ে হামলা করিয়ে তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন শিক্ষক অবসরের ভাতা পেতে ৫ থেকে ১০ বছর লেগে যায়। যখন ঐই শিক্ষকের টাকার প্রয়োজন যখন তিনি পান না। লজ্জাজনক হলেও সত্য শিক্ষকদের পেটের দায়ে টিউশনি করে চলতে হয়। এই শিক্ষাব্যবস্থা পরিবর্তন দরকার। শিক্ষকদের নায্য দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।’
বাম গণতান্ত্রিক জোট যশোরের সমান্বয়ক জিল্লুর রহমান ভিটু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার মানুষ গড়ার কারিগরদের বাসা ভাড়া দেড় হাজার টাকা করেছে। এই টাকায় তো একটি পাখির বাসাও হয় না; জাতি গড়ার কারিগরদের বাসা হবে কি করে। শিক্ষকদের নিয়ে সরকার তামাশা করছে। আমরা মনে করি, দাবি আদায়ের আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু বারবার বলপ্রয়োগ করে আন্দোলন দমন করার প্রবণতা নিছক স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। শিক্ষকদের ওপর হামলার এ সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।’
বক্তারা বলেন, শিক্ষকদের ওপর এ ধরনের হামলা বাংলাদেশের সচেতন নাগরিকরা কোনোভাবেই মেনে নিতে পারে না। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বিশেষ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শিক্ষক হাসিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সায়েদা বানু শিল্পী, সহকারী শিক্ষক খান জাহান আলী শান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ইমরান খান প্রমুখ।