বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারিদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে জেলার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা মানববন্ধন করেছেন। বুধবার সকালে শিক্ষক-কর্মচারিরা প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারিরা জানান, যশোর জেলায় প্রায় তেরশ এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। তার মধ্যে প্রায় ৬শ’ স্কুল, প্রায় ৪শ’ কলেজ ও প্রায় ৩শ’ মাদ্রাসা রয়েছে। সব শিক্ষক-কর্মচারিদের প্রাণের দাবি মূল বেতনের ২০শতাংশ বাড়িভাড়া, ১৫শ’ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারিদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দিতে হবে। দ্রুত সময়ে দাবি না মানা হলে শিক্ষক-কর্মচারিরা দেশব্যাপি কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
যশোরের এমএসটিপি স্কুল অ্যাণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহিদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আজমিনুর রহমান বিদ্যুৎ, করিচাডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আজগর আলী, ভাতুড়িয়া হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।

