পাইকগাছা সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছা কৃষি কলেজের নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়ে মানববন্ধনে হুঁশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে পৌর জিরোপয়েন্টে পাইকগাছা-কয়রার তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এমন হুশিয়ারি দেন।
সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বক্তারা বলেন, নির্মাণাধীন ভাস্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বিধ্বংসী আঘাত হেনেছে তাই এটা ভেঙে মুসলিম ঐতিহ্যের নিদর্শন প্রতিষ্ঠা করতে হবে।
গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর ভাস্কর্যের সংস্কৃতি শেষ হয়ে গেছে।
এদেশে আর কোন দিন ভাস্কর্য রাজনীতির ঠাই হবে না বলে মন্তব্য করেন বক্তারা।
মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস কুরনী, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ, আতাউল গণি, ইলিয়াস আমিন ও ফরহাদ হুসাইন সহ বিভিন্ন ওলামা মশায়েখ গণ।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছা কৃষি কলেজের সম্মুক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কর্তৃপক্ষ ভাস্কর্য নির্মাণ করছিল কিন্তু প্রতিবাদের মুখে তার নির্মাণ কাজ বন্ধ রয়েছে।