বাংলার খেলা প্রতিবেদক
যশোরে আজ মঙ্গলবার শুরু হবে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। এ উপলক্ষে সোমবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন সমন্বয়কারী রায়হান সিদ্দিকী। আর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক মাহতাব নাসির পলাশ। এছাড়া সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা।
যশোর থেকেই চলতি জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার যাত্রা শুরু হবে। এই ভেন্যুতে তিনটি জেলা ছাড়াও অংশ নেবে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান। এ ভেন্যু থেকে শীর্ষ দু’টি জেলা ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। বাহিনী দলগুলোও খেলবে চূড়ান্ত পর্যায়ে। এই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
যশোর ভেন্যুতে খেলবে আলফা ও ব্রাভো গ্রুপ। আলফা গ্রুপটি হচ্ছে জেলা পর্যায়ের দলগুলোকে নিয়ে। দলগুলো হচ্ছে স্বাগতিক যশোর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
ব্রাভো গ্রুপ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে। এই গ্রুপে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারর্সিটি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয় ও বি, কে এস, পি।
আজ সকাল সাড়ে সাতটা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। একই দিন বিকেল চারটায় উদ্বোধন অনুষ্ঠান।

