বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ‘পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে। বুধবার সকালে শহরের এম কে রোড এলাকার হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বাসি খাবার বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পরিদর্শনে যায়। পরিদর্শনকালে দেখা যায়, রেস্টুরেন্টে বাসি গ্রিল কাগজে মোড়ানো অবস্থায় বিক্রি করার উদ্দেশ্যে ফ্রিজের মধ্যে সংরক্ষণ অবস্থায় রাখা হয়েছে।
এছাড়াও, বোরহানি ও সসের মোড়কের গায়ে কোনো উৎপাদন ও উত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। সামগ্রিকভাবে রেস্টুরেন্টটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উপাদান সংরক্ষণ ও ভোক্তা পর্যায়ে সরবরাহ করছিল। যা ভোক্তা অধিকার লংঘনজনিত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ সংঘটনের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসাথে, ভোক্তা পর্যায়ে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য সরবরাহ করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের সাথে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য, যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

