বাংলার ভোর প্রতিবেদক
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে-সাউথ ওয়েষ্ট রিজিয়নের (খুলনা ও বরিশাল বিভাগ) উদ্যোগে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালা প্রয়ণনে তীব্র বিরোধিতা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ২০০৯ সালের নীতিমালা বহাল রাখা। বিসিআইসি সার ডিলারদের কমিশন বৃদ্ধি করা। জেলার চাহিদা মোতাবেক সার সরবরাহ প্রদান করা। বেসরকারি পর্যায়ে নন ইউরিয়া সারের আমদানি বৃদ্ধি করা।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, যশোর জেলা ইউনিটের সভাপতি শাহ জালাল হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
শাহ জালাল হোসেন উল্লেখ করেন, বহু বছর ধরে দেশে সারের কোনো সংকট হয়নি। যাদেরকে ফ্যাসিস্ট বলা হয় তারা ডিলার নিয়োগ করে নাই।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে হঠাৎ করে ‘নীতিমালা ২৫’ দিয়ে দিয়েছে। আমরা একটা ইউনিয়নে একজন ডিলার থাকি। সাথে ৯ জন খুচরা বিক্রেতা থাকে। এখন ইউনিয়নে ডিলারের সংখ্যা বাড়ালে প্রত্যেকটা ডিলার মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা লস খাবে।
তিনি আরও অভিযোগ করেন, আমরা স্টেক হোল্ডার, আমাদের সাথে কথা না বলেই নতুন নীতিমালা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়, নতুন নির্বাচিত সরকার এলে যেন নতুন নীতিমালা করা হয়।
সভাপতি শাহ জালাল হোসেন আরও জানান, ২০০৯ সালের নীতিমালায় প্রত্যেকটা ইউনিয়নে ১ জন ডিলার ও ৯ জন খুচরা সার বিক্রেতা থাকার বিধান ছিল। নতুন নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়া হচ্ছে। যার ফলে সারাদেশ থেকে প্রায় ৪৫ হাজার খুচরা বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, খুচরা ডিলাররা প্রতি বস্তায় ২৫ টাকা কমিশন পান। ডিলাররা প্রতি কেজিতে ২ টাকা কমিশন পান।
সংবাদ সম্মেলনে বলা হয়, অতীতে বহু জায়গায় সার গোদামে রেখে ব্যবসায়ীরা পালিয়ে গেছে, যে কারণে অনেক সময় ডিলারদের বাইরেও সার বিক্রি হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান বকুল, নড়াইল জেলা বিএফএ সভাপতি মো. নয়ন, ঝিনাইদহ জেলা বিএফএ সভাপতি জাহাঙ্গীর আলম, খুলনা জেলা বিএফএ সভাপতি গাজী আব্দুল কামাল, সার আমদানিকারক এম কামরুজ্জামান প্রমুখ।

